১। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে চারা উত্তলোন ও সরকারী ধার্যকৃত মূল্য স্থানীয় জনগণের মাঝে বিক্রয় করা।
২। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জলবায়ু বিরূপ প্রভাব রোধকল্পে নাসারিতে চারা উত্তলোন এবং ব্যক্তি পর্যায়ে এম,পি মহোদয়ের সুপারিশ ক্রমে বনায়নের জন্য বিনামূল্য চারা বিতরণ ।
৩। মেয়াদ উত্তীর্ণ বাগান সরকারী বিধি মোতাবেক কর্তন ও পূর্ণ বনায়ন এবং বগান বিক্রয় লব্ধ অর্থ বিভিন্ন পক্ষগনের মাঝে উপজেলা পরিবেশ ও বনায়ন কমিটির সিদ্ধান্ত ক্রমে বিতরণ ।
৪। নতুন বাগান সৃজন ও প্রতিষ্ঠান বনায়ন কাজে স্থানিয় জনসাধারনকে উৎসাহ প্রদান ।
৫। চলাচল পাশ প্রদান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস