সামাজিক বনায়ন নাসারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কালাই,জয়পুরহাট-
জেলা শহর জয়পুরহাট থেকে ১৬ কি.মি পূব দিকে কালাই সামাজিক বনায়ন নাসারি ও প্রশিক্ষণ কেন্দ্র, অবস্থিত। জেলা শহর বগুড়া থেকে প্রায় ৪৫ কিলোমিটার দুরে কালাই সামাজিক বনায়ন নাসারি ও প্রশিক্ষণ কেন্দ্র, অবস্থিত। জেলা শহর জয়পুরহাট অথবা বগুড়া থেকে বাসে চেপে কালাই বাস ষ্টান্ডে নেমে প্রায় ৪০০ মিটার পূর্ব দিকে অগ্রসর হলেই কালাই সামাজিক বনায়ন নাসারি ও প্রশিক্ষণ কেন্দ্র, পাওয়া যাবে ( পাকা মেইন রাস্তার দক্ষির পার্শ্বে । অপর দিকে ঢাকা থেকে ট্রেন যোগে জয়পুরহাট রেল স্টেশনে নেমে বাস টার্মিলালে এসে বগুড়াগামী বাসে চেপে এবং ঢাকা থেকে জয়পুরহাটগামী বাস/কোচ -এ চেপে কালাই বাস স্টান্ড -এ নেমে কালাই সামাজিক বনায়ন নাসারি ও প্রশিক্ষণ কেন্দ্রে আসা যাবে।